জিয়া লাইব্রেরি ডেস্ক : প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমোদনক্রমে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা করেছিল “র”। মোরারজি দেশাইয়ের ঘনিষ্ঠ সহযোগী, জনসাদাকালো মঞ্চে প্রেসিডেন্ট জিয়া হেঁটে ডায়াসের দিকে যাচ্ছেন এরপর ডায়াসে রাখা বাটনে চাপ দিলেন। মুহূর্তেই মঞ্চ বদলে গিয়ে রঙিন হয়ে গেলো! পাল্টে গেলো বিটিভি। বিমোহিত, রোমাঞ্চিত দর্শক। নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ।
ডিসেম্বর ১, ১৯৮০, বাংলাদেশ টেলিভিশন-বিটিভি সাদাকালো থেকে রঙিন সম্প্রচারের যুগে প্রবেশ করে। তখনো প্রতিবেশি ভারত ও বিশ্বের অধিকাংশ দেশের টিভি স্টেশন রঙিন সম্প্রচার শুরু করতে পারেনি। বাংলাদেশ টেলিভিশনে প্রতি বছর ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজন শুরু হয় এ সময়ে।
বিটিভির ইতিহাসে এই মাইলফলক সৃষ্টির পিছনে ছিলো প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম’র প্রযুক্তিবান্ধব পলিসি এবং উদ্যোগ। তিনি এই সম্প্রচারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানে বেগম জিয়াও উপস্থিত ছিলেন।