দেশের প্রধান ও দীর্ঘতম দুইটা সেতুই তৈরি করে বিএনপি

জিয়া লাইব্রেরি ডেস্ক : অপরটি ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রকল্প হলেও গত ১২ বছর ধরে আওয়ামী লীগ শেষ করতে পারেনি, এমনকি কাজই শুরু করতে পারেনি নিজেদের প্রথম সরকারের সময়। ভোট চুরি করে ক্ষমতায় এসে কোনমতে কাজ শুরু করে আজকে ছয় বছর পর স্প্যানগুলা বসানো শেষ করেছে।
এদিকে চীন থেকে আনা চড়া সুদের ঋণের বোঝা দেশের মানুষের উপর করের বোঝা চাপিয়ে উসুল করছে।
বেগম খালেদা জিয়ার সরকার দেখিয়ে দিয়েছে কীভাবে বড় বড় নদীতে, অল্প সময়ে কম খরচে সেতু তৈরি করা যায়।
পদ্মা সেতু কিন্তু বাংলাদেশের নিজস্ব অর্থায়নে তৈরি প্রথম সেতুও না। বেগম খালেদা জিয়া সরকার ২০০৩ সালেই নিজস্ব অর্থায়ন ও জাইকার অল্প সুদের ঋণে তৈরি করেছিলেন পদ্মা নদীর উপর লালন শাহ সেতু।
আসলে টাকা মারার ধান্দা না থাকলে অনেক কিছুই করা যায়। সারাদিন টাকা পাচারের ধান্দা করলে এমন ছয় বছরে শুরু স্প্যান বসানোর কাজ শেষ করেই উল্লাস নৃত্য করা লাগে।

জিয়া লাইব্রেরী অনলাইন
Logo