জনগণের সংগ্রামে দেশের বর্তমান দুঃসময় কেটে যাবে- তারেক রহমান

জিয়া লাইব্রেরি ডেস্ক : জনগণের দুর্জয় সংগ্রামের নতুন সূর্যোদয়ের প্রত্যাশায় আমরা সকলে গভীর অমানিশার প্রহর যাপন করছি।‘আমি দূর থেকে আপনাদের কঠিন সংগ্রামের কথা ভেবে আলোড়িত, আন্দোলিত হই। আমি সাহসে উদ্দীপ্ত হয়ে ভাবি, এই দুঃসময় কেটে যাবে বীর জনগণের দুর্জয় সংগ্রামে।’
মিথ্যা মামলা ও নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বরং জনগণ এ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

আওয়ামী লীগ সরকারে আমলেই শেয়ারবাজারে লুটপাট হয়, এখনও কেলেঙ্কারি চলছে। মানুষ পুঁজি হারিয়ে নি:স্ব হয়ে গেছে। যারা প্রশাসনে আছে তারাও ভয়ে কিছু বলতে পারছে না। এজন্য সবাইকে মাঠ নামতে হবে। কেবল বিএনপির দিকে তাকিয়ে থাকলেই চলবে না। মিশর, তিউনিসিয়া ও লিবিয়ায় মানুষ মাঠে নেমেছে। সেখানকার মতো আমাদের সবাইকে মাঠে নামতে হবে।

ধর্মের কথা বললেই তারা জঙ্গিবাদের অপপ্রচার চালায়। অথচ আওয়ামী লীগের আমলে দেশে যশোরের উদীচী বোমা হামলা, রমনা বটমূলের বোমা হামলা, গোপালগঞ্জের চার্চে বোমা হামলা, কোটালীপাড়ায় বোমাসহ সকল জঙ্গি হামলা শুরু হয়েছিল। আমরাই বরং জঙ্গিবাদ নির্মূলে কাজ করেছি। অথচ তারা বিএনপির বিরুদ্ধেই অপপ্রচার চালায়।

জিয়া লাইব্রেরী অনলাইন
Logo